দার্জিলিং পাহাড়ের পাশেই নেপালের নতুন জনপ্রিয় পর্যটন কেন্দ্র কন্যাম। মিম থেকে পশুপতি ফটক পেরিয়ে ২০ কিমি দূরে এই চা-বাগানে ঘেরা গ্রামীণ নেপাল যেন এক অন্য জগৎ। কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলেনি, তবু পাহাড়ের নীরব সৌন্দর্য আর বুদ্ধমূর্তির শান্তি ভরিয়ে দিল মন।